গোপালগঞ্জের কাশিয়ানিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
সোমবার (২৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।কাশিয়ানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান এ তথ্য জানান।
নিহতরা হলেন নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের গফ্ফার মোল্লা (৭০), কিবরিয়া মোল্লা (৫০), ও চাঁন মিয়া (৩২) ও একই থানার যোগানিয়া গ্রামর লোকমান মিয়া (৬০)।হতাহতরা সবাই দিনমজুর। তারা ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাট কাটতে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস কাশিয়ানির ব্যাসপুর যাচ্ছিল। বেলা সোয়া ১১টার দিকে ভাটিয়াপাড়া মোড়ে দ্রুতগতিতে চলতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।
#এম