কোম্পানীগঞ্জ সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানুকে আজ রবিবার বিকেলে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ওসি সজলকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি পুলিশের রুটিন ওয়ার্ক। এর সঙ্গে অন্য কোনো ঘটনা মিলিয়ে ফেলার দরকার নেই। নতুন ওসি যোগদান না করা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রজিউল্লাহ খাঁন দায়িত্ব পালন করবেন।
ওসি সজল কুমার কানু গত বছরের ২৯ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের মাদক বিরোধী সেলের ওসি ছিলেন।