নিজস্ব প্রতিবেদক:-
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে রাজিব রায় (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতার ভাইকে আটক করেছে পুলিশ।
আটক রাজিব নগরীর রামের দিঘীরপারের মৃত রাকেশ চন্দ্র রায়ের ছেলে এবং তিনি ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি চন্দন রায়ের ছোট ভাই।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ২টার দিকে তাকে সিলেট নগরীর নির্ভানা ইন হোটেলের সামনে থেকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, রাজিবের বিরুদ্ধে আরও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে বেড়ান তিনি। এবার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করেছেন। খবর পেয়ে তাকে আটক করেছে পুলিশ