নিজস্ব প্রতিবেদক:-
সীমিত পরিসরে সিলেটে চালু করা হচ্ছে আদালতের কার্যক্রম। প্রধান বিচারপতির নির্দেশনায় আগামী সপ্তাহ থেকে এ কার্যক্রম চালু করা হবে। জেলা ও মহানগর দায়রা জজ অধীনস্ত আদালত সমূহ সপ্তাহে দুদিন চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিলেটের পাবলিক প্রসিকিউটর, এডভোকেট নিজাম উদ্দিন জানিয়েছেন, সিলেট জেলা জজ আদালত প্রতি সোম ও বুধবার বসবে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বসবে আগামী সপ্তাহের সোম ও বৃহস্পতিবার। তবে পরবর্তী সপ্তাহ থেকে প্রতি রবি ও বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যক্রম চালু করা হবে। তিনি জানান, প্রাথমিকভাবে এসব দিনক্ষণ ঠিক করা হয়েছে। তবে এর ব্যতিক্রম না হওয়ার সম্ভাবনাই বেশি।
এডভোকেট নিজাম আরো জানিয়েছেন, শনিবার আইনজীবী সমিতির বৈঠক অনুষ্টিত হবে। এতে সব কিছু ঠিক করা হবে। তবে মহানগর দায়রা জজ আদালতের কার্যক্রমের দিন তারিখ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
জানা গেছে, একজন সিনিয়র ম্যাজিস্ট্রেট সবগুলো ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বে থাকবেন। জেলা জজ আদালতে প্রতিটি মামলার জন্য ১ জন আইনজীবী প্রবেশ করতে পারবেন। তবে, এজলাস কক্ষে আইনজীবীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বসতে হবে। জেলা ও দায়রা জজ আদালতে শুধুমাত্র জামিন সংক্রান্ত বিবিধ মোকদ্দমা ও জরুরী ইনজাংশন সংক্রান্ত দেওয়ানী পিটিশন শুনানী অনুষ্ঠিত হবে।
মহানগর দায়রা জজ আদালত থেকে এ বিষয়ে এখন পর্যন্ত সুষ্পষ্ট কোন নির্দেশনা আসেনি। তবে একই ভাবে মহানগর দায়রা জজ আদালতের কোর্টসমূহ পরিচালিত হবে বলে জানা গেছে।