নিউজ ডেস্ক:-
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই স্লোগানকে সামনে রেখে কাজ করে যাওয়া আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউকে,বিশ্বনাথ,সিলেট গত ২৩ তারিখ রোজ বৃহস্পতিবার এলাহাবাদ রহমান মনজিল এ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন করে।
উক্ত অনুষ্টানে বক্তারা বলেনঃ মানুষের কল্যাণে কাজ করাই মানুষের দায়িত্ব। পৃথিবীতে মানব জীবনের মূল মিশনই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আর মানব জীবনের প্রত্যেকটি ভাল কাজ হচ্ছে ইবাদত।
ক্ষুধার্তকে খাদ্য দান, তৃঞ্চার্তকে পানি দান, বস্ত্রহীনকে বস্ত্রদান,শিক্ষার্থীকে শিক্ষাদান এবং পীড়িতের সেবার মধ্য দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
তাইতো কবি বলেছেন ‘আপনার লয়ে বিব্রত রাহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে’।
মহান ধর্ম ইসলামের এই সার্বজনীন শিক্ষা তথা মানবতাবোধকে মূল লক্ষ্য হিসেবে গ্রহন করে বাংলাদেশ’সহ বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বহু দাতব্য, সেবা ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান যুগ যুগ ধরে আর্ত-মানবতার সেবা ও মানব জাতির কল্যাণে বিভিন্ন ধরণের কর্মকান্ড পরিচালনা করছে।
বাংলাদেশের অনেক হিতকামী মানুষের মতো প্রবাসী বাংলাদেশীরাও এ ধরণের কর্মকান্ডে জড়িত। এভাবে প্রবাসীদের আয়ের একটি অংশ শিক্ষা, দীক্ষা ও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় হচ্ছে। বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। এভাবে প্রবাসীদের অর্থায়নে গড়ে উঠা একটি প্রতিষ্ঠান হচ্ছে ‘আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’। এই সংগঠনটি নাম এডুকেশন ট্রাষ্ট হলেও শিক্ষার উন্নয়নের পাশাপাশি দরিদ্র মানুষের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্বনাথের তেলিকোনা গ্রামে আর-রাহমান এডুকেশন ট্রাষ্ট’ ইউ কে পক্ষ থেকে করোনাভাইরাসের মহামারীর সংকটময় মূহুর্তে ২ দুই লক্ষ টাকাসহ কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন সিংগেরকাছ আলিয়া মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ এম.মাহবুবুল ওয়াছে।
এতে আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড মেম্বার ও আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর উপদেস্টা এম আমির উদ্দীন,আর-রাহমান এডুকেশন ট্রাস্টেের সভাপতি মাওঃমুখলিছুর রহমান,ট্রাস্টের সহ-সভাপতি জনাব, আব্দুল মালিক,সেক্রেটারি মাসুদ আহমদ,উপদেষ্টা বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুর উদ্দীন,তেলিকোনা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী মনু মিয়া,মোতাওয়াল্লী হাজী আবুল লেইছ।
উপস্থিত ছিলেন ট্রাস্টের সাংস্কৃতিক সম্পাদক মাসুদ মোফাস্সির,উপদেস্টা মাও: ফারুক আহমদ, রাজাগঞ্জ বাজারের বিশিস্ট ব্যবসায়ী এম.মোজাহিদ আলী, ট্রাস্টের অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান,সদস্য মাহফুজুর রহমান,কমর উদ্দীন, হাজী ময়না মিয়া, বারিক মিয়া,সাদ্দাম,আলোর কুড়ির সদস্য ফাহিম আহমদ প্রমূখ