Voice of SYLHET | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ ইং

সুলতান মনসুরের পদত্যাগ চাইলেন শাহীন! নেট দুনিয়ায় তোলপাড়

প্রকাশিত : April 23, 2020, 18:35

সুলতান মনসুরের পদত্যাগ চাইলেন শাহীন! নেট দুনিয়ায় তোলপাড়

নিউজ ডেস্ক:-

বিশ্বব্যাপী বিস্তৃত মহামারি করোনাভাইরাসের কারণে সমগ্র দেশ জুড়ে চলছে লকডাউন। অজানা আতঙ্কের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন দেশের মানুষ। প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকারি নির্দেশনায় যানবাহনসহ সবকিছু বন্ধ থাকায় থমকে গেছে কর্মজীবী নিম্ন আয়ের মানুষের জীবন চলার পথ।
ওই সকল মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন-প্রবাসীরা সহযোগীতার হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই দুর্যোগের সংকটময় মুহূর্তে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সহায়তা প্রদানে দেশের সকল জনপ্রতিনিধিদের সব সময় পাশে থাকার কথা। অনেক এলাকায় জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে কর্মহীনদের মুখে হাঁসি ফুটানোর জন্য বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।
কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে দেশের আলোচিত আসন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে। এই আসনের বর্তমান সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ দেশের এই কঠিন দুর্যোগের সময় এলাকার মানুষের পাশে নেই। তিনি গত বছরের ডিসেম্বর মাসে বিজয় দিবসের অনুষ্ঠানের পর থেকে আর কুলাউড়ায় আসেননি। বর্তমানে তিনি ঢাকায় তাঁর বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। অথচ নির্বাচনের সময় নির্বাচনী জনসভায় তিনি উন্নয়ন ও মানুষের পাশে থাকার ফুলঝুড়ি দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর কখনো কুলাউড়ার মানুষদের ফেলে রেখে যাবেন না তিনি।
সব সময় কুলাউড়ার মানুষের পাশে থাকবেন। বর্তমান পরিস্থিতিতে তাঁর এই অনুপস্থিতিতে চরম হতাশায় ভুগছেন তাঁর নির্বাচনী আসনের মানুষ। আবার অনেকেই চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবে, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বলছেন, তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি তাঁর একটি ফোন আলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। বিভিন্ন মহল থেকে এর তীব্র সমালোচনা করা হয়। তবে এবার এই প্রসঙ্গে, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মহাজোটের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবেক সাংসদ ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন সুলতান মনসুরের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। তিনি ২১ এপ্রিল মঙ্গলবার তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে সুলতান মনসুরের পদত্যাগ দাবি করে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়। দেশ ও বিদেশে অনেকেই এর পক্ষে-বিপক্ষে সমালোচনা করেন।
একদিকে সুলতান মনসুরের অনুসারীরা তাঁর পক্ষে সাফাই গাইছেন আবার অন্যদিকে এম এম শাহীনের অনুসারীরা তাঁর পক্ষে সাফাই গাইছেন। এম এম শাহীন মনে করেন, এ ঘটনার সকল দায়ভার স্বীকার করে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া উচিত। এম এম শাহীন তাঁর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

সুলতান মনসুরের সাম্প্রতিক ফোনালাপ এবং কিছু কথা-
সম্প্রতি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের ফোনালাপের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ৭ এপ্রিল ফাঁস হওয়া ৩ মিনিট ১২ সেকেন্ডের ওই অডিওতে কুলাউড়ার পূর্ব প্রতাবীর মুহিন আহমদ নামের এক যুবকের সঙ্গে সুলতান মনসুরের অশ্লীল কথোপকথন শুনে আমরা যুগপৎ বিস্মিত ও হতবাক।
বর্তমানে বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের ভয়াবহতার দিকে চোখ রাখার বাইরে অন্য কোনো বিষয়ে মনোনিবেশ করা সত্যিই কঠিন। তারপরও দেশ-বিদেশে আলোড়িত সুলতান মনসুরের ওই অডিও রেকর্ড সম্পর্কে দু-চার কথা না লিখে নিজেকেও নিবৃত রাখতে পারলাম না। কারণ করোনা দুর্যোগে কাজকর্ম হারিয়ে একান্ত নিরুপায় হয়ে ওই যুবক তারই এলাকার এমপি সুলতান মনসুরের কাছে ত্রাণ সাহায্য চেয়ে ফোন করে যে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হয়েছেন, তা এই সভ্য সমাজে কল্পনার অতীত।
ত্রাণের আশ্বাস দূরে থাক, উল্টো ওই যুবককে হাওরে ডুব দিয়ে মরা কিংবা তাদের বোনকে বিয়ে করার মতো নোংরা, অকথ্য, অশ্রাব্য ভাষা ব্যবহার করে যেভাবে নাজেহাল করেছেন, তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। শুধু তা-ই নয়, করোনার ভয়াবহ এই পরিস্থিতিতে সুলতান মনসুরের কাছে ওই যুবক জানতে চান তিনি এলাকায় আসবেন কি না। জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে তাকে শ্লেষাত্মক ভাষায় বলেন, ‘তোমাদের ঘরে গিয়ে আমি রান্না করে দেব নাকি?’ তারপরও নিঃস্ব ও অসহায় মুহিন এমপির কাছে সাহায্যের অনুরোধ জানালে তিনি বলেন, প্রতি ওয়ার্ডেই তো সাহায্য যাচ্ছে।
মুহিন বলেন, ওসব ত্রাণ তো মেম্বার-চেয়ারম্যানরা দিচ্ছেন। জবাবে সুলতান রেগে গিয়ে বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানরা দিচ্ছে মানে, তা মক্কা শরিফ থেকে এসেছে নাকি? তারা কি তাদের বাবার ঘর থেকে দিচ্ছে? নাকি তোমার বাবার ঘর থেকে দিচ্ছে।’ সর্বশেষ ওই যুবককে টাউট, বাটপার বলে গালি দিয়ে, গলায় কলসি বেঁধে ভুকশিমইল হাওরে (হাকালুকি) গিয়ে ডুব দে’ বলে ধমক দিয়ে ফোন রেখে দেন।

করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারা বিশ্ববাসী যখন দিশেহারা, বিশ্বের বাঘা বাঘা চিকিৎসা বিজ্ঞানীরা যখন এর প্রতিষেধক আবিষ্কার করতে গলদঘর্ম, শত্রু-মিত্র ভুলে সবাই যখন একমাত্র করোনাকে পরাস্ত করতে ঐক্যবদ্ধ, সরকার-প্রশাসন ও চিকিৎসক-জনপ্রতিনিধিরা যখন মৃত্যুকে উপেক্ষা করে নিজ নিজ দেশ ও জাতিকে বাঁচাতে মরিয়া; এমন ভয়ানক সংকটকালে বাংলাদেশের মহান জাতীয় সংসদের একজন সদস্যের তারই ভোটারের সঙ্গে এমন রুচিহীন ও বিকৃত আচরণ সত্যিই লজ্জাজনক ও সম্মানহানিকর।
আমি মনে করি, সুলতান মনসুরের এই অশ্লীল কথাবার্তা কেবল মুহিনকেই ব্যথিত করেনি, ব্যথিত করেছে পুরো কুলাউড়াবাসী তথা গোটা দেশবাসীকে। আর সম্মানহানি হয়েছে মহান জাতীয় সংসদ ও দেশের সকল সংসদ সদস্যের। পাশাপাশি প্রশ্ন ওঠে, সুলতান মনসুরের মতো মানুষের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়েও।
সুলতান মনসুর কোন প্রক্রিয়ায় এমপি নির্বাচিত হয়েছেন, সেই প্রশ্ন আমি সারা বিশ্বের এই দুর্যোগময় পরিস্থিতিতে উত্থাপন করতে চাই না। গত নির্বাচনের পূর্বাপরের নানা ঘটনা নিয়ে অনেকের জিজ্ঞাসা, কৌতূহল কিংবা হাজারো প্রশ্নের জবাব রয়েছে আমার নিকট, যা ভবিষ্যতে প্রকাশ করব। আমি শুধু বলতে চাই, তিনি যেভাবেই নির্বাচিত হোন না কেন এখন তিনি কুলাউড়াবাসীর জনপ্রতিনিধি।
এলাকাবাসী তাদের সুখ-দুঃখের কথা সর্বাগ্রে তাকেই অবহিত করবে। আমরা দেখতে পাচ্ছি, কুলাউড়া উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং প্রশাসনের সর্বস্তরের কর্তাব্যক্তিরা নিজেদের জীবন বাজি রেখে এই মহাদুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সুলতান মনসুর এই ক্রান্তিকালে জনগণের কাছে না থেকে ঢাকায় আলিশান বাড়িতে বসে আরাম-আয়েশ করছেন।
এমপি নির্বাচিত হওয়ার প্রায় দেড় বছরে যিনি মাত্র ৬ বার কুলাউড়ায় গিয়েছেন, তার কাছ থেকে এলাকাবাসী আর কীই-বা আশা করতে পারে। বেশির ভাগ মানুষ তার কাছে সেই প্রত্যাশা করেও না। কিন্তু এই মহাদুর্যোগের কালেও মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টো তাদেরকে অপমান করার অধিকার তাকে কে দিল? কুলাউড়ার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, পৌরসভার মেয়র-কাউন্সিলর ও উপজেলার মেয়র-কাউন্সিলররা এই দুর্যোগ মোকাবিলায় রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন, মানুষের খোঁজ-খবর নিচ্ছেন।
অথচ ওই চেয়ারম্যান-মেম্বাররা তাদের বাবার ঘর থেকে ত্রাণ দিচ্ছেন কি না ঢাকায় বসে এই তুচ্ছতাচ্ছিল্য করে তাদেরও সুলতান মনসুর চরমভাবে অপমান করলেন। এ ব্যাপারে আমার প্রশ্ন, সুলতান মনসুর কি তার বাবার ঘর থেকে এলাকার উন্নয়ন বা দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা করেন? আর যাদের ভোটে এমপি নির্বাচিত হয়ে আজ তিনি ‘রাজা’ বনেছেন, সেই ভোটারদের টাউট-বাটপার আখ্যা দিয়ে প্রকারান্তরে তিনি ভোটারদের সম্মানকে চরমভাবে ভূলুণ্ঠিত করেছেন। ক্ষমতা পেয়ে সুলতান মনসুররা একথা ভুলে যান যে তাদের কাছে অতি নগণ্য ওই ভোটাররাও প্রতি ৫ বছর পর একদিনের জন্য ‘রাজা’ হন। সেদিন ওই ‘রাজা’রাই নির্ধারণ করেন সুলতান মনসুরদের মতো অকৃতজ্ঞ নেতাদের ভাগ্য।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফোনালাপের ওই অডিও রেকর্ডের বিষয়ে সুলতান মনসুর কোনো বিবৃতি কিংবা প্রতিবাদ জানাননি। তাই সবাই ধরে নিয়েছেন ওই কথোপকথনের ঘটনা শতভাগ সত্য। কারণ দীর্ঘদিন রাজনীতি করতে করতে কিংবা বয়সের ভারে ক্লান্ত হয়ে অথবা ভবিষ্যতে আর নির্বাচন না করার মানসিকতা থেকে তিনি এমন আবোল তাবোল বকতে পারেন বলে আমার ধারণা। আবার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সম্পূর্ণ সজ্ঞানেও তিনি এমনটা করতে পারেন। তাই আমি মনে করি, এ ঘটনার সকল দায়ভার স্বীকার করে তার উচিত জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা। আর তা যদি না করেন, তাহলে তার উচিত এই মহাগুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল কালের কণ্ঠের অনলাইনে “ত্রাণ চাওয়ায় সুলতান মোহাম্মদ মনসুর এমপি বললেন, হাওরে গিয়ে ডুব দে!” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে সমগ্র দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এই সংবাদটি কালের কণ্ঠের অনলাইনে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শেয়ার হয়। সৌজন্যে:কালেরকন্ঠ

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 302 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।