বিশেষ প্রতিনিধিঃ সিলেটে আরেকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসক।
বুধবার ওসমানী হাসপাতালের করোনা পরীক্ষাগারে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
এছাড়া সিলেটে করোনা আইসোলেশন সেন্টার হিসেবে রূপান্তরিত শহীদ শামসুদ্দিন হাসপাতালের একজন স্টোরকিপারও করোনায় আক্রান্ত হয়েছেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সুশান্ত আরো জানান, করোনায় আক্রান্ত ইন্টার্ন চিকিৎসক সম্প্রতি গাজীপুর থেকে সিলেটে ফেরেন। তাই কর্মস্থলে যোগদানের আগে তার নমুনা পরীক্ষা করা হয়। এতে তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
বর্তমানে তাকে ইন্টার্ন হোস্টেলেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া শহীদ শামসুদ্দীন হাসপাতালের একজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ওই হাসপাতালের সব কর্মীর নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, বুধবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন রয়েছেন।
উল্লেখ্য, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন গত ১৫ এপ্রিল করোনায় মারা যান।
দেশে করোনায় মৃত্যুবরণকারী প্রথম চিকিৎসক তিনি।