ছাতকে বিদ্যুৎ
আবু সুফিয়ান আলীরাজঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে আজ দুপুর ১২ টায় সাঈদ নামে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে।নিহত সাঈদ গনেশপুর নিবাসী মোঃনূর মিয়ার একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান যে,আজ দুপুরে মেইন লাইনে কাজ করার সময় হটাৎ করেই অসাবধানতাবশত বাড়ির মালিকের ঘড় থেকে মেইন লাইনের সুইচ চালু করা হয়।এতে করে ঘটনা স্থলেই মারা যায় বিদ্যুৎ কর্মী সাঈদ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইউ/পি সদস্য জনাব মোঃরহিম উদ্দিন।