নিজস্ব প্রতিবেদক:-
সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। গতকাল বুধবার একদিনেই সিলেট বিভাগের ১৩ জনের শরীরে ধরা পড়েছে প্রাণনাশী করোনাভাইরাস। খবরটি সিলেটবাসীর জন্য চরম আতঙ্ক ও উদ্বেগের।
এদিকে, গতকাল আক্রান্ত ১৩ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলার ২ জন। তাদের একজন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তার ও অপরজন শহীদ শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার।
এদিকে শামসুদ্দিন আহমদ হাসপাতালের কর্মরত একজনের করোনা ভাইরাস পজেটিভ আসায় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছে ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, যেহেতু হাসপাতালের একজন আক্রান্ত হয়েছেন। তাই কর্মরত সকলের নমুনা আজ সংগ্রহ করে পরীক্ষা করা হবে।
এদিকে, আক্রান্ত শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার বর্তমানে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন