Voice of SYLHET | logo

৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৩ ইং

হবিগঞ্জের ব্যবসায়ী নিখোঁজের ৪ দিন পর ঢাকায় লাশ উদ্ধার

প্রকাশিত : July 29, 2019, 08:35

হবিগঞ্জের ব্যবসায়ী নিখোঁজের ৪ দিন পর ঢাকায় লাশ উদ্ধার

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের কাপড় ব্যবসায়ী গোপাল চন্দ্র দাস নিখোঁজের ৪ দিন পর ঢাকায় একটি আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে বংশাল থানা পুলিশ।

নিহত গোপাল দাস উপজেলার চরহামুয়া গ্রামের মৃত গোপেশ চন্দ্র দাসের ছেলে। তিনি শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজারে সুমন প্লাজায় ‘বস্ত্র মেলা’ দোকানের মালিক।

এর আগে রোববার সকাল ১০টার দিকে ঢাকার নবাবপুর হোটেল ফারুক এর একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে ২৬ জুলাই গোপাল দাসের ছেলে সাগর দাস শায়েস্তাগঞ্জ থানায় পিতা নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।

এর আগে গত ২৫ জুলাই দুপুর ২টায় বাসা থেকে দোকানে ও নবীগঞ্জে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাবেন বলে বের হন। বিকাল ৩টার দিকে অন্য একজনের মোবাইল নাম্বার থেকে স্ত্রীর কাছে জানতে চান তার মোবাইলটি ভুলে বাসায় রেখেছেন। তার আসতে দেরি হবে বলে জানালেন স্ত্রীকে। তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ওই নাম্বারে ফোন দিলে জনৈক ব্যক্তি জানায়, তিনি নারায়নগঞ্জে বাস থেকে নেমেছেন। তবে কোথায় যাবেন তিনি জানেন না।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আনিসুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শুনেছি ব্যবসায়ী গোপাল দাস ঢাকার একটি আবাসিক হোটেলে আত্মহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 769 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।