মৌলভীবাজার প্রতিনিধি::
শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন ভৈরবগঞ্জ বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির পচার হওয়া চালের বস্তা উদ্ধার করেছে র্যাব-৯।
এসময় চালের বস্তা পাচারের সাথে জড়িত ১ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিকালের দিকে র্যাব-৯ সিপিসি ২ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে কালাপুর ইউনিয়নের রাঙ্গুরিয়া গ্রামের নপূর কান্তির বাসা থেকে ৫৭০ কেজি ওএমসের চাল, চালের বস্তা ও বস্তা পুড়ানো ছাই উদ্ধার করেছে র্যাব-৯।
এবিষয়ে র্যার-৯ এর কমান্ডার এএসপি আনোয়ার হোসেনের বলেন, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। অভিযান শেষে গণমাধ্যমে সব জানানো হবে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের ধরার চেষ্টা চলছে।