গোয়াইনঘাট থেকেঃকরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারীর থেকেই আতঙ্ক বাড়ছে সারা পৃথিবীতেই। মানুষ থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে এ মরণব্যাধি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারীর থেকেই মানুষ জনের মধ্যে আতঙ্ক বাড়ছে। মানুষ থেকে মানুষের মাঝে
ছড়িয়ে পড়ছে এ ভাইরাস। অনেক ক্ষেত্রে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন ওই ভাইরাসে। ফলে সারা দেশের ন্যায়
;সিলেট জেলাকেও লকডাউন করেছে সরকার। তাই গোয়াইনঘাট উপজেলার গৃহবন্দী অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। আজ ২২ এপ্রিল (বুধবার) গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাওঁ ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের গৃহবন্দী ৬০ পরিবারের মাঝে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের পক্ষে খাদ্য সহায়তা প্রদান করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথ। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এনামুল হক প্রমূখ।