নাইজেরিয়ায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রামবাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছে।
দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে এ হামলা চালানো হয়।একজন সরকারী কর্মকর্তার বরাত দিয়ে এই হামলার জন্য জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে স্থানীয় গণমাধ্যম।
মোহাম্মদ বুলামা নামের স্থানীয় একজন কর্মকর্তা রবিবার জানান, শনিবার মধ্যরাতে এ হামলা চালানো হয়েছে। দুই সপ্তাহ আগে গ্রামবাসীরা ১১ জন বোকো হারাম যোদ্ধাকে হত্যা করে। সম্ভবত এর প্রতিশোধ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল ও ভ্যানে করে আসে হামলাকারীরা। তারা এ সময় গুলি চালালে বেশ কয়েকজন সাথে-সাথেই নিহত হন। বাকিরা জঙ্গিদের তাড়া করতে গিয়ে নিহত হন।
এই হামলার ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি গভীর শোক প্রকাশ করেছেন।
#এম