গোলাপগঞ্জ প্রতিনিধি :-
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহরে মসজিদে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- পাকন মিয়া (৪৫), শিমুল (২২) ও রকন (৩৮)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) এশার নামাজের পর ধারাবহর গ্রামের পাঞ্জেগানা মসজিদে তারাবীহ নামাজ নিয়ে কমিটির লোকজন আলোচনায় বসেন। আলোচনার এক পর্যায়ে মসজিদের হিসাব নিকাশ নিয়ে ধারাবহর গ্রামের জিলাল মিয়ার সাথে একই গ্রামের জাবেদ মিয়ার কথা কাটাকাটির হয়। যার ফলে উভয়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার এক পর্যায়ে উভয়ের পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।
স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে না পেরে মসজিদে মাইকিং করলে আশপাশের শতাধিক মানুষ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জাবেদ মিয়ার দুই মামা ও এক খালাত ভাই আহত হন। আহতদের স্থানীয়দের সহযোগিতায় গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাকন মিয়া ও শিমুল মিয়ার অবস্থা আশংকা জনক হলে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগের পেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন