কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ- বিশ্বব্যাপী মহামারী নভেল করোনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এখনো পর্যন্ত কোন করোনাভাইরাসের রোগী সনাক্ত হয়নি। ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যার প্রত্যেকটির রিপোর্ট নেগেটিভ এসেছে বলে আজ নিশ্চিত করেছেন মেডিকেল অফিসার ডাক্তার মাছুম। এছাড়াও আরো ৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মাসুম বলেন, ‘এ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। আমরা ১৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি, প্রত্যেকটি রিপোর্টে নেগেটিভ এসেছে। বাকিগুলার রিপোর্ট এখনও পাইনি’। কোম্পানীগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ আছে এমন কোন রোগী পাওয়া যায়নি। তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার জন্যও পরামর্শ দেন। সেই সাথে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শও দেন। তিনি সবাইকে সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলা, প্রয়োজন ছাড়া হাসপাতলে না আসা, সর্দি জ্বর কাশি হলে সরকারি নাম্বারে যোগাযোগ করার কথাও বলেন।