হবিগঞ্জ প্রতিনিধি :-
একদিনের ব্যবধানে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স ও এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে হাসপাতালের সকল সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছে। চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার (২০ এপ্রিল) লাখাই উপজেলা তিনজন করোনা রোগী শনাক্ত হন। এর মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও অন্যজন নার্স। আজ আরও এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এই তিনজনের শরীরের নমুনা ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষার পর করোনা পজিটিভ আসে।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবদুল্লাহ কায়সার জানান, করোনা আক্রান্ত দুই নার্সকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। আর চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন।
তিনি বলেন, ‘আমাদের হাসপাতালের নার্স বা চিকিৎসক সম্প্রতি সময়ে এলাকার বাইরে যাননি। তারা রোগীদের মাধ্যমেই করোনায় আক্রান্ত হয়েছেন