শাবি প্রতিনিধিঃশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট স্ট্যাটিস্টিক্স অ্যাসোসিয়েশন, ঢাকা’র উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমস্যায় পড়া অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মঙ্গলবার বিভাগের অস্বচ্ছল ২৬ জন শিক্ষার্থীদেরকে মোবাইলে বিকাশের মাধ্যমে অর্থ সহযোগিতা করা হয়। পরিসংখ্যান বিভাগের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের এই তালিকা করা হয়৷
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে এই কার্যক্রম চলমান থাকবে এবং যারা এখনো এ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করে অংশ গ্রহণ করতে পারে নি, তাদের কে অংশ গ্রহণ করার অনুরোধ জানান তারা।
এই কার্যক্রম বাস্তবায়নের সাথে ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক লুৎফুল এলাহী কাওসার, সহযোগী অধ্যাপক আতিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান তারিক, সাধারণ সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন প্রমুখ।