নিজস্ব প্রতিবেদক:
করোনা সনাক্ত রোগী ৪ জন। তাছাড়া, উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ১৩ জন। এই নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১৭ জন। সর্বশেষ গতকাল সোমবার (২০ এপ্রিল) সিলেটের বিভিন্ন এলাকা থেকে ৫ জন রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নতুন ভর্তি হওয়া রোগীদের শরীরের নমুনা পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’ করোনা আক্রান্ত চারজনের শারীরিক অবস্থা ভালো আছে বলেও তিনি জানিয়েছেন