Voice of SYLHET | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ ইং

সিলেটের পাঁচ প্রবেশদ্বারে তাপমাত্রা মাপছে পুলিশ

প্রকাশিত : April 21, 2020, 00:39

সিলেটের পাঁচ প্রবেশদ্বারে তাপমাত্রা মাপছে পুলিশ

নিজস্ব  প্রতিবেদক :-

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট জেলার ৫টি প্রবেশদ্বারে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে লোকজন প্রবেশ করাচ্ছে পুলিশ।
গত ১১ এপ্রিল থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এরপর থেকে সিলেট জেলার ৫টি প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে কড়াকড়ি আরোপ করে সিলেট জেলা পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেট জেলার প্রবেশ এবং বের হওয়ার ৫টি স্থানে থার্মাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মেপে লোকজনকে প্রবেশ করাচ্ছেন জেলা পুলিশের সদস্যরা।
ওসমানীনগর থানার সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা, বিশ্বনাথ থানার সিলেট-সুনামগঞ্জ সড়কস্থ মহাতাবপুর পয়েন্ট, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কস্থ মিয়াবাজার পয়েন্ট, ফেঞ্চুগঞ্জ থানার মৌলভীবাজার-সিলেট সড়কস্থ পালবাড়ি পয়েন্ট এবং বিয়ানীবাজার থানার বিয়ানীবাজার-বড়লেখা সড়কস্থ বরইগ্রাম পয়েন্টে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য জরুরি পরিবহনের সঙ্গে যুক্ত যানবাহনের চালকদের থার্মাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জানান, সিলেট জেলা লকডাউন ঘোষণার পর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ব্যতীত অন্য কোনো যানবাহন সিলেট জেলায় প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকরা যদি জ্বরে আক্রান্ত থাকেন, তবে সরকারি নির্দেশ মোতাবেক নির্দিষ্ট হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এদের মাঝে কারো মধ্যে যদি করোনার সংক্রমণ থাকে, তাহলে তাদের মধ্য থেকে যেন অন্যরা সংক্রমিত না হয় সেজন্য আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেকটি থানায় আগত সেবাপ্রত্যাশী এবং পুলিশ সদস্যদের তাপমাত্রা পরিমাপের জন্য এই থার্মোমিটার ব্যবহার করা হচ্ছে

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 220 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।