হবিগঞ্জ প্রতিনিধি :-
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৩ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে পাঠানো হয়েছিল। এদের মধ্যে ৩ জনের রিপোর্টে করোনা ‘পজিটিভ আসে।