বিশ্বজুড়ে সামগ্রিকভাবে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দু:সংবাদ হলো বাংলাদেশের পরিস্থিতি প্রতিনিয়তই খারাপ হচ্ছে। করোনার বৈশিষ্ট্যই অবশ্য এমন। একদিকে উন্নতি হলে অন্যদিকে অবনতি হয়। সামনের সময়ে আফ্রিকাকে করোনার মূল কেন্দ্রস্থল হিসেবে আশংকা করছেন বিজ্ঞানীরা। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৭ জন বাংলাদেশি মারা গেছেন। আর যুক্তরাজ্যে গত ৪৮ ঘণ্টায় আরও ১৯ জন বাংলাদেশি মারা গেছেন। এর ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৭৪ জন এবং যুক্তরাজ্যে ৭৯ জন বাংলাদেশি মারা গেছেন। আর সিঙ্গাপুরে ২হাজার ৯৬২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ পার হয়েছে আজ। গত ২৪ ঘন্টায় আমেরিকা, যুক্তরাজ্য, তুরস্ক, রাশিয়া, বেলজিয়াম, কানাডা, ব্রাজিল, ভারত, পাকিস্তান, রোমানিয়া, মেক্সিকো, রাশিয়া, ইন্দোনেশিয়া, পেরু, ফিলিপিনস, ইকুয়েডর, আলজেরিয়া এবং হাঙ্গেরীতে পরিস্থিতির অবনতি হয়েছে।
গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছে ৩৭৫৩ জন। তবে বেশ কিছু দেশের আপডেট এখনো আসেনি। মোট নিহতের সংখ্যা এখন এক লাখ ৬৮ হাজার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় এ পর্যন্ত ৭৮১ জন মানুষ মারা গেছে। ফ্রান্সে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫৪৭ জন। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৫৪ জন। স্পেনে ২৪ ঘন্টায় এ পর্যন্ত মারা গেছেন ৩৯৯ জন। বেলজিয়ামে বিগত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪৫ জন। তুরস্কে ২৪ ঘন্টায় মারা গেছে ১২৩ জন।
এর বাইরে বিগত ২৪ ঘন্টায় ইরানে ৯১, আয়ারল্যান্ডে ৭৭, জার্মানীতে ৬৪, রাশিয়ায় ৪৪, কানাডায় ৩১, ব্রাজিলে ৪৫, নেদারল্যান্ডসে ৬৭, সুইডেনে ৪০, সুইজারল্যান্ডে ৩৪, পর্তুগালে ২১, ইকুয়েডরে ৩৩, মেক্সিকোতে ৩৬, পোল্যান্ড ২০, রোমানিয়ায় ১৮, অস্ট্রিয়ায় ১৮, ডেনমার্কে ৯, নরওয়েতে ১৬, ফিলিপিনসে ১৯, মিশরে ১১, ইন্দোনেশিয়াতে ৮, সৌদি আরবে ৬, ইউক্রেনে ১০, আলজেরিয়াতে ৯ এবং হাঙ্গেরিতে ১০ জন মারা গেছেন।
করোনা ভাইরাসে মোট নিহতের সংখ্যা গতকাল এ সময়ে ছিল ১৬৩,৬৭৩ জন, আর ২৪ ঘন্টার ব্যবধানে মোট নিহতের সংখ্যা এখন ১৬৮,০০৪ জন। এ পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে ৪১,৩৫৬, ইতালিতে মারা গেছে ২৪,১১৪ জন, স্পেনে ২০,৮৫২ জন, ফ্রান্সে ২০,২৬৫, যুক্তরাজ্যে ১৬,৫০৯, ইরানে ৫২০৯, বেলজিয়ামে ৫৮২৮, জার্মানীতে ৪৬৮৩ এবং নেদারল্যান্ডসে ৩৭৫১ জন মারা গেছেন।
গতকাল এই সময়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩ লাখ ৭৩ হাজার আর এখন ২৪ লাখ ৪৪ হাজারে উন্নীত হয়েছে। তার মানে গত ২৪ ঘন্টায় বিশ্বে প্রায় ৭১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৭ লাখ ৭১ হাজারে পৌছেছে। স্পেনে মোট আক্রান্তের সংখ্যা এখন ২ লাখ ২শ। ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৮১ হাজারে পৌছেছে। ভারতের অফিসিয়াল আপডেট এখনো পাওয়া যায়নি। পাকিস্তানে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৭৬ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৭৬ জন। আজ মারা গেছেন ৮ জন।
বাংলাদেশে করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। করোনায় মৃতের সংখ্যা ১০০ পার হলো আজ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা এখন ১০১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯২ জন। দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২৯৪৮ জন।
সর্বশেষ তথ্যনুযায়ী, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ১১ জনের সবাই স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত। শেরপুরে পুলিশ কর্মকর্তাসহ নতুন শনাক্ত ৭। রাজশাহীতে এক দিনে তিনজন শনাক্ত হয়েছেন। সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছেন আজ।
করোনায় ব্যাপকভাবে সংক্রামণের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আমিন।