ঢাবিঃকরোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ একের পর এক ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। গতকাল রোববার পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫টিতে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। বাকি মাত্র ৯টি জেলা। উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে দেশের জনসাধারণকে নিজ বাসা বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার ও প্রশাসন। বিস্তার বাড়ার সাথে সাথে কর্মহীনতা ও খাদ্য সংকট প্রকট হচ্ছে দেশের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে। প্রথম শ্রেণীর কর্মকর্তাসহ বন্ধ হয়ে যাচ্ছে খেটে খাওয়া, সহায়হীন মানুষের আয়ের প্রধান উৎসগুলোও। আর্থিক সংকটের এই সময়ে অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়াচ্ছেন অনেকে।
এরূপ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি), জাহাঙ্গীরনগর (জাবি), চট্টগ্রাম (চবি), রাজশাহী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কিংবা বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যায়নরত ফেনী জেলার আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের এই সংকটকালে সহায়তা দেয়ার লক্ষ্যে ‘উপহার’ হিসেবে তাদের বাসায় খাদ্য সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সা’দ বিন কাদের চৌধুরী।
চলমান আর্থিক সংকটের পরিস্থিতিতে মোকাবেলায় শিক্ষার্থীদের পরিবার যাতে উদ্যমী হতে পারে এবং পারিবারিক সংকট কাটিয়ে উঠতে পারে সে লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছেন ডাকসুর এই সম্পাদক। সোমবার নিজের এই উদ্যোগের বিষয়ে ডেইলি বাংলাদেশকে অবহিত করেন সা’দ বিন কাদের চৌধুরী।
উদ্যােগের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে ডাকসুর এ সম্পাদক বলেন, সারাদেশ এমনকি সারা পৃথিবীব্যাপী মহামারি আকার ধারণ করে করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বব্যাপী এই সংকটকালে অর্থনৈতিক খারাপ অবস্থায় অনেক শিক্ষার্থীর পরিবারও পতিত হচ্ছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের একজন সম্পাদক হিসেবে নিজ জেলার বাসিন্দাদের প্রতি দায়বদ্ধতা থেকে আমার এই উদ্যোগ গ্রহণ। আমি ব্যাক্তিগতভাবে চাইনা যে আমার জেলার (ফেনী) কোনো শিক্ষার্থী আর্থিক খারাপ অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করুক। যেহেতু আমি একজন শিক্ষার্থী তাই যারা সামর্থ্যবান তাদের সাথে নিয়ে এবং সকলের সহযোগিতা নিয়ে এই কাজটি করবো।
কবে নাগাদ কার্যক্রম শুরু করা হবে জানতে চাইলে তিনি বলেন, ফেনীর অস্বচ্ছল শিক্ষার্থীদের খোঁজ করছি যারা আগ্রহী হয়ে যোগাযোগ করছেন কিংবা আমরা যাদের অবস্থা সম্পর্কে জানতে পারবো তাদের সবাইকে আমরা এই উপহার পৌঁছে দিব। রমজানের শুরু থেকে আমরা এই কার্যক্রম শুরু করবো। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে রমজানের শুরুর দিকেই যারা অস্বচ্ছল রয়েছে ওইসব শিক্ষার্থীদের পরিবারের হাতে উপহার সামগ্রী পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে পুরো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আশা করি প্রথম রোজার মধ্যেই সকলের কাছে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হবো।
উপহার সামগ্রী ক্রয়ের অর্থ যোগানের বিষয়ে তিনি বলেন, আমি যেহেতু একজন ছাত্র তাই আমার একার পক্ষে সকল ব্যয় বহন করা একটু কঠিন তাই এ বিষয়ে কয়েকজনের সাথে কথা হয়েছে। আশা করি যথেষ্ট ফান্ড সংগ্রহ হবে। ফান্ড সম্পন্ন হলে সেগুলো দিয়ে অনেক পরিবারকে সহযোগিতা করতে পারবো, আশা করি কেউ অভুক্ত থাকবে না।
কতটি পরিবারের মধ্যে এই উপহার দেয়ার ইচ্ছে রয়েছে কিংবা কতজন আবেদন করেছে সে বিষয় জানিয়ে সা’দ বিন কাদের বলেন, আমরা আসলে নির্দিষ্ট কয়েকটি পরিবারকে সাহায্য করবো বলে উদ্যোগ নেইনি। আমরা পুরো চেষ্টা করে যাব যাতে সকল অস্বচ্ছল পরিবারের হাতে উপহার পৌঁছে দিতে পারি। কেউ যাতে অভুক্ত না থাকে। আজ (সোমবার) পর্যন্ত প্রায় ষাটটির মতো আবেদন আমাদের কাছে এসে পৌঁছেছে আশা করি আরও অনেক আবেদন পড়বে। প্রথম রমজান থেকে শুরু করলেও অনেকে এর মধ্যে না জানতে পারলে আমাদের সাথে যখনই কেউ তাদের অসুবিধার কথা জানাবে তখনই আমরা তাদের সাহায্যে এগিয়ে আসবো এবং আশা করি তা করতে পারবো।
অস্বচ্ছল শিক্ষার্থীদের প্রতি তার এই সহায়তাকে কেন ‘উপহার’ বলছেন সে সম্পর্কে ডাকসুর এই সম্পাদক বলেন, আমরা সকলেই পড়াশোনা করছি তাই বিপদের এই সময়ে একে অপরের ভাই, বন্ধু হয়ে অন্য ভাইয়ের পাশে থাকতে চাই। তাই আমাদের একজন ভাই, বন্ধুদের বাসায় এই সংকটে একজন ভাইয়ের থেকে অন্য ভাইয়ের প্রতি উপহার যাবে। আশা প্রকাশ করে তিনি আরও বলেন, আশা করি আমাদের সকলের প্রচেষ্টায় শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠতে পারবো এবং সুন্দর, প্রফুল্ল আড্ডায় মেতে উঠবো।
উপহার সামগ্রী গ্রহণের লক্ষ্যে যোগাযোগের পদ্ধতির বিষয়ে জানিয়ে সাদ বিন কাদের চৌধুরীর জানান, অস্বচ্ছল শিক্ষার্থীদের এই উপহার সামগ্রী গ্রহণের জন্য আমাদের কিছু নাম্বারে কল করে কিংবা মেসেজ করে তাদের সমস্যার কথা জানালে সবার তথ্য একত্রিত করে আমরা তাদের কাছে উপহার পৌঁছে দিতে পারবো। কোনো একটি উপজেলাতে যখন অনেকগুলো আবেদন পড়বে তখন হয়তো সেই উপজেলায় সুযোগ মতো গিয়ে তাদের সকলের কাছে আমাদের উপহারটুকু পৌঁছে দিব। যোগাযোগের নাম্বারগুলো হলো :- সাদ বিন কাদের চৌধুরী-০১৬২৩০০০১০০। এছাড়া নাজমুল হাসান মুন্না- ০১৫২১১০৪৩৩৭; শরিফুল ইসলাম- ০১৫১৫৬০৬৪৮৮; আহসান জোবায়ের- ০১৬১২৯০৪৪৫৩; কামরুল হাসান- ০১৮১১৪২৬৯৮৮; আলতাফ শামস- ০১৫৩৪৯১০২০৮।
এই উপহার পাওয়ার জন্য ৫টি বিষয়ের প্রতি বেশি দৃষ্টিপাত করবেন সা’দ বিন কাদের চৌধুরী। সেগুলো হলো– শিক্ষার্থীর বর্তমান আবাসস্থল ফেনীতে হতে হবে, সাধ্যমতো শুধু উপহার সামগ্রী পাঠানো হবে (বিকাশে কিংবা অন্য কোনো উপায়ে টাকা পাঠানো হবে না), যারা সাহায্য পাবে তাদের পরিচয় গোপন রাখা হবে, ইতোপূর্বে যারা সহায়তা পাননি তারাই এই উপহার পাবে, সবার তথ্য সংগ্রহ করে তারপর একসাথে উপহার প্রেরণ করা হবে।