হবিগঞ্জের চুনারুঘাটে ছুরিকাঘাতে সজীব মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রোববার রাতে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এ খুনের ঘটনাটি ঘটে। নিহত সজীব মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকার উস্তার মিয়ার পুত্র। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে একই এলাকার নুর হোসেনের পুত্র ফয়সল মিয়ার সাথে সজীব মিয়ার বাকবিত-া হলে এরই জের ধরে ফয়সল মিয়া সজীবকে রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন চিৎকার শুনে সজীবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।