মৌলভীবাজারের জুড়ীতে একজনের মৃত্যু নিয়ে এলাকায় সন্দেহ দেখা দিয়েছে। উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের শ্রমিক দম্পতির পুত্র (১৮) রবিবার গভীর রাতে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি পার্শবর্তী কুলাউড়া উপজেলায় একটি গরুর খামারে কাজ করত। শারীরিক অসুস্থতার কারণে প্রায় ১৩দিন পূর্বে সে বাড়ীতে আসে। এতদিন বিভিন্ন অসুস্থতায় ভোগে সে মারা যায়। তার মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে করোনা আতংকে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম তার বাড়ীতে ছুটে যায় এবং নমুনা সংগ্রহ করে। পরে ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, পরিবারের ভাষ্য ও রোগের লক্ষণ অনুযায়ী প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে দীর্ঘদিন থেকে জন্ডিস রোগে ভোগছিল। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।