মৌলভীবাজার প্রতিনিধি :-
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক আজ সোমবার সকালে বলেন, ‘খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন কিনা ‘
তিনি আরও বলেন, ‘এলাকাবাসী যাতে বাইরে যেতে না পারেন সেজন্য এলাকা লকডাউন করা হয়েছে