Voice of SYLHET | logo

২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই জুন, ২০২৩ ইং

করোনা নিয়ে চীনের সচ্ছতাঃবাড়ছে আন্তর্জাতিক চাপ

প্রকাশিত : April 20, 2020, 02:05

করোনা নিয়ে চীনের সচ্ছতাঃবাড়ছে আন্তর্জাতিক চাপ

এবার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করছে, এমন সংবাদ প্রকাশের দুইদিন পর এবার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে অস্ট্রেলিয়া। দেশটি বলছে করোনা ভাইরাসের উৎপত্তি কোথায় এবং এটি কিভাবে ছড়ালো এর স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। রবিবার (১৯ এপ্রিল) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পিয়েনে বলেন, করোনা ভাইরাস নিয়ে চীনের স্বচ্ছতার কতটুকু রয়েছে সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর প্রাদুর্ভাব কিভাবে ঘটলো এবং কিভাবে বিশ্বে ছড়ালো- এর স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভাইরাসের সূত্রপাত নিয়ে চীন লুকোচুরি খেলছে। তাই তাদের বিষয়টি স্পষ্ট করতে হবে। এ নিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে তিনি হুমকি দিয়ে বলেন, যদি করোনাভাইরাস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ল্যাব থেকে শুরু হয় তবে চীনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।করোনা ভাইরাসে আতঙ্ক সামলে স্বাভাবিক হচ্ছে চীন আর এখনো ধুকছে গোটা বিশ্ব। করোনার ছোবলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্সসহ নানান দেশ। অভিযোগ রয়েছে, চীনের উহানের ল্যাব থেকেই করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শুরু হয়। যদিও শুরু থেকেই চীন বলে আসছে, করোনাভাইরাস প্রকৃতির পরিবর্তনের ফসল। আর উহানের এক বন্য প্রাণীর বাজার এর উৎপত্তি।বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এরইমধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লক্ষ ষাট হাজার। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৬,৫০৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৩ লক্ষের বেশি মানুষ। এরমধ্যে ৫৫ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 279 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।