Voice of SYLHET | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৩ ইং

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

প্রকাশিত : April 20, 2020, 00:32

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি :-

নবীগঞ্জে এবার ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে বি.জি.ডি’র চাল ও মহিলাদের মাসিক সঞ্চয়ের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১৯ এপ্রিল) মো. শরিয়ত আলী নামে এক ব্যক্তি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের চেয়াম্যান আলী আহমেদ মুসার তার নির্বাচনী এলাকার হতদরিদ্র ১৭৫ পরিবারের মহিলাদের মধ্যে মার্চ মাসে বি.জি.ডি’র চাল ও মহিলাদের জমাকৃত মাসিক সঞ্চয়ের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাস শেষের দিকে চলে আসলে ও বি.জি.ডি’র চাল ও সঞ্চয়ের টাকা হতদরিদ্র মহিলাদের মধ্যে বিতরণ করা হয়নি। এরই প্রেক্ষিতে কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের মো. শরিয়ত আলী নামে এক ব্যাক্তি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বি.জি.ডি’র চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবার লিখিতভাবে অভিযোগ করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন- ‘অভিযোগ পেয়েছি।’ আর অভিযুক্ত চেয়ারম্যান বলেছেন- সোমবার চাল ও সঞ্চয়ের টাকা প্রদান করা হবে।’
এদিকে উচ্চপদস্থ জনপ্রতিনিধিরা ও রয়েছেন নিরব ভূমিকায়। এ যেন দেখার কেউই নেই। এতে করে চরম হতাশা দেখা দিয়েছে নবীগঞ্জবাসীর মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 276 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।