জকিগঞ্জ প্রতিনিধি :-
সিলেটের জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা পৌণে ১টায় বারঠাকুরি ইউনিয়নের কজাপুর যাত্রী ছাউনির সামন থেকে গোয়াইনঘাট উপজেলার বহর মাঝপাড়া গ্রামে মৃত জফর আলীর ছেলে বশর মিয়াকে (৪২) গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া অফিসার) মো. লুৎফর রহমান জানান, করোনা লকডাউনে জেলা পুলিশের সকল থানার সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণকে বাড়িতে রাখার কাজ করে যাচ্ছেন। পুলিশের কর্মব্যবস্থতার সুযোগে এক শ্রেণির মাদক ব্যবসায়ী সীমান্ত দিয়ে মাদক এনে ধীরে ধীরে নিজেদের মজুদ বৃদ্ধি করার অপতৎপরতায় লিপ্ত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম জেলার সকল সীমান্তবর্তী থানার অফিসার ইনচার্জকে অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন। পরিপ্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। উপপরিদর্শক পরিতোষ পালের এজাহারের ভিত্তিতে বশর মিয়ার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা নথিভুক্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।