Voice of SYLHET | logo

১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৩ ইং

সুনামগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

প্রকাশিত : April 18, 2020, 13:51

সুনামগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শাল্লা, দিরাই ও জগন্নাথপুর উপজেলায় ঘটনা তিনটি ঘটে।
নিহতরা হচ্ছেন- শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের সুরেন্দ্র সরকারের ছেলে শংকর সরকার, হবিগঞ্জ জেলা আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইছোপুর গ্রামের জিল্লুর মিয়ার ছেলে তাপস মিয়া (৩০) ও বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি।

জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ভান্ডারবিল হাওরে ধান কাটতে যান শংকর সরকার। হঠাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এদিকে, জেলার দিরাই উপজেলার শর্মঙ্গল হাওরে ধান কাটতে যান তাপস মিয়া। এ সময় বজ্রপাত ঘটলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।

এছাড়াও জেলার জগন্নাতপুরে আরও একজন বজ্রপাতে নিহত হয়েছ্ তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি। তবে তিনিও ধান কাটতে হাওরে গিয়েছিলেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ। তিনি বলেন- জেলায় মোট তিনজন বজ্রপাতে মারা গেছেন। তবে তাদের বিস্তারিত তথ্য এখনও আমার কাছে আসেনি

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 244 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।