নিউজ ডেস্ক:-
সারাদেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক ও ৫৪ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডা. মো. মঈন উদ্দিন মারা গেছেন। নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। এছাড়া তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায়; ৫০ জন। এরপরে নারায়ণগঞ্জে; ১২ জন,। ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন ৭ জন। গাজীপুরের কালিগঞ্জে ৬ জন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস সংগঠনের মহাসচিব সাব্বির মাহমুদ বলেছেন, দেশে ৫৪ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে সরকারি হাসপাতালের ২৮ জন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ২৬ জন। এছাড়া হাসপাতাল ও ক্লিনিকের আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসেছিলেন এমন ২৫০ থেকে ৩০০ নার্স কোয়ারেন্টিনে আছেন