Voice of SYLHET | logo

২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৩ ইং

করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিত : April 15, 2020, 14:58

করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার আ.লীগ নেতার মৃত্যু

 

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের এক সিনিয়র নেতা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।
তিনি জ্বর ও সর্দি-কাঁশি নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, পরিবহন সংগঠনের গুরুত্বপূর্ণ ওই নেতা বেশিরভাগ সময় ঢাকায় থাকতেন। সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

তিনি বলেন, ‘‘জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর থেকে আমাকে ফোনে জানানো হয়েছে তিনি করোনা পজেটিভ ছিলেন।’’

তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ওই নেতা রাজধানীর গুলশান এলাকায় বসবাস করতেন। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 298 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।