সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ ৬ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ জুলাই) সকাল ১১টায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর আদালত এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী গোলজার হোসেন খোকন এ কথা জানান।
কারাগারে পাঠানো আসামিরা হলেন, নগরের তেররতন এলাকার বাসিন্দা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, একই এলাকার রাসেল আহমদ ওরফে রাসেল, বিয়ানীবাজারের বাসিন্দা মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া গ্রামের জুমেল আহমেদ চৌধুরী, শাহপরানের মীরের চক গ্রামের মুহিব ওরফে মুহিব, হবিগঞ্জের লাখাই থানার সুবিদপুর গ্রামের জামাল মিয়া ওরফে জালাল।
আইনজীবী গোলজার হোসেন খোকন জানান, সকাল ১০টার দিকে রাজু হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন দিনারসহ ৬ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি পক্ষের মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা।
#এম