Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

ছাত্রদল নেতা রাজু হত্যা; ৬ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত : July 28, 2019, 09:13

ছাত্রদল নেতা রাজু হত্যা; ৬ জনের জামিন নামঞ্জুর

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারসহ ৬ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৮ জুলাই) সকাল ১১টায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর আদালত এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী গোলজার হোসেন খোকন এ কথা জানান।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, নগরের তেররতন এলাকার বাসিন্দা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, একই এলাকার রাসেল আহমদ ওরফে রাসেল, বিয়ানীবাজারের বাসিন্দা মোফাজ্জল চৌধুরী মুর্শেদ, সুনামগঞ্জের দিরাই থানার ভাটিপাড়া গ্রামের জুমেল আহমেদ চৌধুরী, শাহপরানের মীরের চক গ্রামের মুহিব ওরফে মুহিব, হবিগঞ্জের লাখাই থানার সুবিদপুর গ্রামের জামাল মিয়া ওরফে জালাল।

আইনজীবী গোলজার হোসেন খোকন জানান, সকাল ১০টার দিকে রাজু হত্যা মামলার আসামি দেলোয়ার হোসেন দিনারসহ ৬ জন আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হীরা।

 

#এম

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 769 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।