গোলাপগঞ্জ সংবাদদাতা:
তুহিন হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোনাচর পলিতাপর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মানিকের পুত্র সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী তানভীর হোসেন তুহিনের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২৭ জুলাই) বিকেল ৪টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
উক্ত প্রতিবাদ সভায় সহপাঠীদের হাতে খুন হওয়া তানভীর হোসেন তুহিনের বোন হত্যাকাণ্ডের ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও দায়ী করেছেন।
এলাকাবাসী আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দান কালে কান্নায় ভেঙ্গে পড়েন বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোন সাবেরা খানম উর্মি। তিনি বলেন, আমার ভাইকে তার সহপাঠীরা নির্মম ভাবে আঘাত করে মাটিতে ফেলার পর অন্যান্য সহপাঠীদের সহযোগিতায় দীর্ঘ সময় পর হাসপাতালে নেয়া হয়। এসময় শিক্ষকদের নীরবতা রহস্যজনক বলে আমাদের কাছে মনে হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর শিক্ষকরা আমাদেরকে ফোন দিয়ে জানান হাসপাতালে যাওয়ার জন্য। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি দীর্ঘ ৩ ঘণ্টা ধরে আমার ভাই রক্তাক্ত অবস্থায় হাসপাতালের মাটিতে পড়ে আছে। তার চিকিৎসার জন্য ডাক্তাররা কোন সহযোগিতা করছেন না। উপস্থিত শিক্ষকদের কোন তৎপরতাও পরিলক্ষিত হয়নি। আমাদের আহাজারি দেখে একজন ডাক্তার আমার ভাইয়ের চিকিৎসা শুরু করে বলেন ওর অবস্থা ভাল নয়, তাকে আপনারা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যান। আমার আর কোন ভাই নাই, একমাত্র ভাইকে তার সহপাঠীরা তুচ্ছ ঘটনায় নির্মম ভাবে আঘাত করে খুন করেছে। আমার আরো একটি ভাই থাকলে সে এসে এখানে বক্তব্য দিত, আমি মহিলা হয়ে আজ ভাই হত্যার বিচার চাইতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার মা একমাত্র ভাইকে হারিয়ে আজ বাকরুদ্ধ। বৃদ্ধ বয়সে বাবা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন শুধু আমি ও আমার ভাইয়ের জন্য। আমি আমার ভাই হত্যার বিচার চাই।
এলাকার প্রবীণ ব্যক্তিত্ব জিয়াউল ইসলাম জিতু মিয়ার সভাপতিত্বে ও তরুণ সমাজসেবী লায়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, প্রবীণ শিক্ষক নির্মল কান্তি দাশ, ব্যবসায়ী শাহান আহমদ, ইউপি সদস্য তারেক আহমদ, প্রবীণ রাজনীতিবিদ আরিফ আহমদ মজনু, সমাজসেবী আব্দুর রহিম নান্টু, ক্রীড়া সংগঠক ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, ইউপি সদস্য ইসমাইল আলী, অস্তর আলী মেম্বার প্রমুখ।
তুহিন হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিবাদ সভা, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে স্থানীয় ইউপি সদস্য তারেক আহমদ জানান।