দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বরযাত্রীবাহী মাইক্রোবাস।বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাও গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল।
যাত্রা পথে দুর্ঘটনার কবলে পরে বরযাত্রীবাহী এ মাইক্রোবাস,এতে বরযাত্রী এক মহিলা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৩জন।
নিহতরা হচ্ছেন- জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মেয়ে হাবিবা (৬)। এছাড়া তার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছেন। অপর আহতরা হচ্ছেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক