ইসমাইল হোসাইন,দোয়ারা প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার রাঙ্গাউটি বন্যা থেকে পরিত্রাণ পেলেও সড়কের দুর্ভোগ যেন নিত্য দিনের সঙ্গী। কলাউড়া মার্কেট থেকে শুরু করে রাঙ্গাউটি গ্রামের প্রায় ৩ কিলো মিটার সড়কের অস্তিত্বের বলাই নেই।সড়ক দেখে মনে হয় একাত্তরের রণক্ষেএ।বিকল্প কোন সড়ক নেই এর পরিবর্তে।প্রত্যহ হাজার হাজার লোকের যাতায়াতের একমাত্র সম্বল উক্ত সড়ক।
সড়কের কোথাও ইট-পাথর বিছানো যা পথচারীদের হাটা,চলা সহজ করলেও যান-বাহন চলাচলে আত্ন- ঘাতিক।সড়কটি ভূমি থেকে অধিক উচু না হওয়ায় হালকা বৃষ্টিতে তলিয়ে যায়।স্থানীয়দের প্রচেষ্টায় সড়কে ইট,পাথর,বালুর মাধ্যমে সংস্কারের কাজ করলেও সেই কাজ স্থায়ী হয়নি।তাছাড়া ও ইউপি সদস্য রবিন মিয়া সড়কের কাজ করেছেন কোন ফল হয়নি। স্কুল,কলেজ, মাদরাসার ছাত্র,ছাত্রীরা প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার।
এলাকাবাসী জানান আমরা বর্ণনাতীত কষ্টে চলাচল করি কিন্তু এ ব্যাপারে মোটেও টনক লড়েনি স্থানীয় দায়িত্ববানদের।এলাকাবাসী, ছাত্র,ছাত্রী,পথচারী, সাধারন জনগণের প্রানের দাবি এ করুণ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার।