সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের( সিকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের নিজস্ব সংগঠন “শৈবাল” কর্তৃক আয়োজিত অন্তঃ ব্যাচ বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মাৎস্য সপ্তাহ উদযাপন এবং শৈবাল এর নতুন কমিটি ঘোষণার জন্য একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ডঃ এম এম মাহাবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলজ সম্পদ ব্যবস্হাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মৃত্যুঞ্জয় কুন্ড।
আজকের এই ফাইনাল বিতর্ক প্রতিযোগীতায় মাৎস্যবিজ্ঞান দশম এবং মাৎস্যবিজ্ঞান একাদশ তম ব্যাচ অংশগ্রহন করে ।
ফাইনালে বিতর্কের বিষয় ছিলো, “একুয়াকালচার নয়, টেকসই সামুদ্রিক মৎস্য আহরণের মাধ্যমেই বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে”।উক্ত ফাইনাল বির্তকে দশম ব্যাচ একাদশ ব্যাচকে পরাজিত করে বিজয় লাভ করে।
বিতর্ক প্রতিযোগীতা পরবর্তী অনুষ্ঠানে শৈবাল এর সাবেক সভাপতি সভাপতি আল আমিন আহমেদ রায়েল গোলাম রব্বানীকে সভাপতি ও খন্দকার মোহাম্মদ সাইদ হৃদয় কে সাধারণ সম্পাদক করে শৈবাল এর ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি বিতার্কিকদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।