Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

*৪০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

প্রকাশিত : July 25, 2019, 14:20

*৪০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

 

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বাংলানিউজকে বলেন, প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী।
php glass

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে পিএসসি’র বিশেষ সভায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণদের সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার ফল পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক সিমের মোবাইল ফোনে এসএমএস করে পাওয়া যাবে। এসএমএস করে ফল পেতে PSC 40 Registrstion Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।

গত ৩ মে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নেন।

এক হাজার ৯০৩টি পদে প্রথম শ্রেণির ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জনসহ সাধারণ ক্যাডারে ৪৬৫ জন এবং অন্যান্য ক্যাডার মিলিয়ে মোট এক হাজার ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1040 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।