Voice of SYLHET | logo

১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ৩০শে মার্চ, ২০২৩ ইং

দক্ষিণ সুরমায় যুবক খুনের ঘটনায় মামলা দায়ের; আটক১

প্রকাশিত : July 25, 2019, 10:11

দক্ষিণ সুরমায় যুবক খুনের ঘটনায় মামলা দায়ের; আটক১

 

ভয়েসঅবসিলেট ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহতের চাচা নাজিম উদ্দিন বাদী হয়ে মোগলাবাজার থানায় এ মামলা দায়ের করেন।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- ১০ জনকে আসামী করে বুধবার রাতে নিহত যুবকের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে কামরান নামে এক যুবকে।
এদিকে এই খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ১২ টার দিকে কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃতের নাম আব্দুল কুদ্দুস তাহের। সে কদমতলী এলাকার আব্দুল কাদিরের ছেলে।

প্রসঙ্গত, দক্ষিণ সুরমায় আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠির হামলায় তানভির হোসেন তুহিন (১৯) নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 642 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।