ভয়েসঅবসিলেট ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহতের চাচা নাজিম উদ্দিন বাদী হয়ে মোগলাবাজার থানায় এ মামলা দায়ের করেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- ১০ জনকে আসামী করে বুধবার রাতে নিহত যুবকের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে কামরান নামে এক যুবকে।
এদিকে এই খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বুধবার রাত ১২ টার দিকে কদমতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম আব্দুল কুদ্দুস তাহের। সে কদমতলী এলাকার আব্দুল কাদিরের ছেলে।
প্রসঙ্গত, দক্ষিণ সুরমায় আলমপুরস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠির হামলায় তানভির হোসেন তুহিন (১৯) নিহত হন।