ভয়েসঅবসিলেট ডেস্ক:সিলেট নগরীর কাষ্টঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ বাবু লাল (২৫) নামে এক পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কাষ্টঘর সুইপার কলোনী সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল।
অভিযানে ২১২৫পিস ইয়াবা, ৬৫ পুড়িয়া গাঁজা ও মাদক বিক্রয়লব্ধ ৮৮২৬০ টাকা উদ্ধার করা হয়।
আটক বাবুৃ লাল কাষ্টঘর ম্যাথর পট্টির মৃত দিপক লালের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান।