চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন করতে সারা দেশের মতো সিলেটেও মশক নিধক ও পরিচন্নতা সপ্তাহের কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০ টায় সিলেট সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে এ মশক নিধন অভিযানের আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় নগর ভবন থেকে নগরীর গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
এসময় মেয়র আরিফ বলেন- মশক নিধক ও পরিচন্নতায় সিলেট সিটি কর্পোরেশন সপ্তাহ ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহন করেছে। ২৫-৩১ জুলাই পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ডে এক যোগে এ কর্মসুচি পালন করা হবে। কর্মসুচি চলাকালীন সময়ে মশার ওষুধ ছিটানো কার্যক্রমে কোন ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবগত করতেও নগরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।