ভয়েসঅবসিলেট ডেস্ক:চলমান বন্যায় ভোট কেন্দ্র প্লাবিত হওয়ায় জামালপুর, টাঙ্গাইল, গাইবান্ধা ও রাজবাড়ী জেলার নয়টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।
এর বাইরে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে স্থানীয় সরকারের ২৯৫টি নির্বাচন রয়েছে বৃহস্পতিবার।
এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা ও আটটি ইউপির সাধারণ নির্বাচন এবং সিটি, উপজেলা, জেলা, পৌর ও ইউপির বিভিন্ন পদে উপ নির্বাচন রয়েছে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, বন্যার কারণে নয়টি ইউনিয়নের উপ নির্বাচন স্থগিত করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও দেবগ্রাম; গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ও সদর উপজেলার বোয়ালী; জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ও বকীগঞ্জের নিলক্ষিয়া, টাঙ্গাইলের নাগরপুর, মোকনা ও গয়হাটা ইউনিয়নের নির্বাচন বন্যায় স্থগিত হয়েছে।
আশফাকুর বলেন, ইতোমধ্যে বিভিন্ন পদে অর্ধশতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে বৃহস্পতিবার স্থানীয় সরকারের (জেলা পরিষদ, সিটি, পৌর, উপজেলা ও ইউপি) ২৯৫টি পদে উপ-নির্বাচন ও সাধারণ নির্বাচন হবে।
এসব এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ৩৫টি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।