ভয়েসঅবসিলেট ডেস্ক: ঢাকার যাত্রবাড়ীতে একটি ঢেউটিনের দোকানে টিনের নিচে চাপা পড়ে এক শিশু কর্মচারী নিহত হয়েছে।
বুধবার সন্ধ্যায় কুতুবখালীর স্বপন এন্টারপ্রাইজ নামের দোকানে এই ঘটনা ঘটে বলে দোকান মালিক ও পুলিশ জানিয়েছে।
নিহত মনির হোসেনের বয়স ১৩। সে উত্তর কুতুবখালী এলাকায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকত।
জানা যায়, দোকানের টিন সরানোর সময় একটি বান্ডিল হঠাৎ মনিরের শরীরের উপর পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান জানান,মনিরের বাবা নজরুল ইসলাম একজন ভ্যানচালক। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ফুলকাইচ্চা গ্রামে। দুই ভাইয়ের মধ্যে মনির ছিল বড়।