দোয়ারা প্রতিনিধিঃসাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা ও রক্ত লাগবে এমন ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে।
গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ।
দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, এটি সম্পূর্ণভাবে গুজব। কোন প্রকার গুজবে কান না দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।
সেই সাথে গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহবান জানানো হয়।
তবে কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিতে সর্বস্তরের জনতার প্রতি আহবান