জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সিলেট মৎস্য অধিদপ্তর আয়োজিত সাগরদীঘির পার মৎস্য ভবনে ৩ দিন ব্যাপী মৎস্য মেলার সমাপনী অনুষ্ঠান ২১ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দ্বিজরাজ বর্মণের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, সিলেট বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক আহসান হাবিব খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র সোম, জেলা সমবায় অফিসার উম্মে মারিয়াম, গোলাপগঞ্জ খামার ব্যবস্থাপক রাফেউ চৌধুরী, জাফলং ইউপির সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম, মো. আজির উদ্দিন প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুস শহীদ। উল্লেখ্য আগামী ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
#ভয়েসঅবসিলেট/এম