নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে উচ্ছেদ অভিযান ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট জেলা প্রশাসন।
আজ রোববার (২১ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নগরীর ঘাসিটুলা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও বাসাবাড়ি উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় ১৫টি ছোট-বড় অবৈধ বাড়ি ও দোকানঘর উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়া সার্কিট হাউজের সামনে থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করার পরও আদেশ অমান্য করে গাড়ি পার্কিং করায় ৬টি ট্রাক রেকারিং করা হয়েছে।
#ভয়েসঅবসিলেট/এম