সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ( সিকৃবি)
একমাত্র স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন হয়েছ (১৯ জুলাই) শুক্রবার।
উদ্বোধনী অনুষ্ঠানে বাঁধনের সভাপতি জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাঁধনের শিক্ষক উপদেষ্টা মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ বাশির উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁধনের ছাত্র উপদেষ্টা মোহামিনুল ইসলাম আবির ও ইমরান উজ জামান।
সকাল ৯টায় সিকৃবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি ফুটবলে কিক করার মধ্যে দিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতার শুভ উদ্ভব ঘোষণা করেন।
ক্রিয়া প্রতিযোগিতায় রয়েছে ফুটবল ছাড়াও আরও যেসব ইভেন্ট রয়েছে তাহলো ক্যারাম এবং দড়ি টানাটানি খেলা।
প্রথম খেলায় কিবরিয়া ও হূমায়ুন রশীদ চৌধুরী হলের বাঁধনের কর্মীরা অংগ্রহন করে। এতে ৩-০ গোলে শাহ এ এম এস কিবরিয়া হল জয়লাভ করে।
দিনের অপর খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে শাহ পরান হল ৩-০ গোলে পরাজিত করে।
উল্লেখ্য ২৬ জুলাই ক্রিয়া প্রতিযোগিতার ফাইনাল খেলা এবং বাঁধন কর্মীদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হবে।