Voice of SYLHET | logo

২৯শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৩ই ডিসেম্বর, ২০১৯ ইং

সিলেট আ.লীগের সভাপতি নিজাম, সম্পাদক হিরণ

প্রকাশিত : নভেম্বর ২৫, ২০১৯, ২৩:৪৩

সিলেট আ.লীগের সভাপতি নিজাম, সম্পাদক হিরণ

 

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়েছে।

সম্মেলনের একদিন পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-১ আসনের সংসদ সদস্য সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে পরামর্শক্রমে কেন্দ্র ও জেলার নেতারা শীর্ষ এ দুই পদে নাম ঘোষণা করেন।

সম্মেলনের এক দিন পর কেন্দ্র ও জেলার নেতারা মিলে এই নাম ঘোষণা করে।

সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন। এর আগে এই পদে ছিলেন মফিজুর রহমান বাদশা।

সাধারণ সম্পাদক হয়েছেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়া। এর আগে এই পদে ছিলেন নিজাম উদ্দিন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

গত রবিবার সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্র ও জেলার নেতারা সমঝোতার মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার প্রস্তাব দেন। কিন্তু কাউন্সিলররা নেতাদের এই প্রস্তাব প্রত্যাখান করলে সম্মেলন পন্ড হয়ে যায়। সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা ছাড়াই শেষ হয় সম্মেলন।

সম্মেলনের একদিন পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট-১ আসনের সংসদ সদস্য সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে পরামর্শক্রমে কেন্দ্র ও জেলার নেতারা শীর্ষ এ দুই পদে নাম ঘোষণা করেন

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 66 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Design & Developed By : amdads.website