আবু সুফিয়ান আলীরাজঃ-
সিলেট জেলার সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের অন্তর্ভুক্ত বলাউরা গ্রামে সালাতুল ইস্তিসকার বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
২৫ শে মার্চ সকাল ৯ ঘটিকার সময় উক্ত নামাজ আদায় করা হয়।উক্ত নামাজে বলাউরা-কসকালিকা গ্রাম এর পার্শ্ববর্তী এলাকা থেকেও ব্যাপক মুসল্লিদের আগমন ঘটে। সালাতুল ইস্তিসকার নামাজ পরিচালনা করেন বলাউরা-কসকালিকা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আরিফুজ্জামান রাহমানী সাহেব।এতে আরো উপস্থিত ছিলেন আল-হারামাইন মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ আব্দুল হাই,মিফতাহুল জান্নাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষকমন্ডলী,বলাউরা নতুন জামে মসজিদের ইমাম মাওঃআব্দুল বাসিত,খালিগাও মসজিদের ইমাম মাওঃরুহুল আমিন,ছনুপাড়া মসজিদের ইমাম মাওঃআমির হামজা।
বৃষ্টি না হওয়ায় এ অঞ্চল সহ পুরো দেশেই ফসলের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা দেখা গেছে।তাই ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সাহায্য প্রার্থনায় খোলা ময়দানে সালাতুল ইস্তিসকার আদায় করেন।