Voice of SYLHET | logo

১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ | ৩১শে মে, ২০২০ ইং

সিলেটে করোনা আক্রান্ত ৬০২, সুস্থ ১৫৯

প্রকাশিত : মে ২৩, ২০২০, ১৯:৩৮

সিলেটে করোনা আক্রান্ত ৬০২, সুস্থ ১৫৯

নিজস্ব প্রতিবেদক:-

সিলেট বিভাগে ৬শ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আজ শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৬০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ২৭৪ জনকে শনাক্ত করা হয়েছে। এছাড়া হবিগঞ্জে ১৫৬ জন, সুনামগঞ্জে ৮৯ জন ও মৌলভীবাজারে ৮৩ জনকে শনাক্ত করা হয়েছে।
সিলেট বিভাগে আজ সকাল পর্যন্ত ১৫৯ জন করোনা  আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ২৮ জন, সুনামগঞ্জে ৫২ জন, হবিগঞ্জে ৭০ জন ও মৌলভীবাজারে ৯ জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ১২ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ জন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, গতকাল শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাবিপ্রবির ল্যাবে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৬ জন পুরোনো রোগী। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের ৩৮ জন ও সুনামগঞ্জের একজন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুলতানা রাজিয়া জানান, আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে ১৭৭ জন করোনা আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সিলেট বিভাগে নতুন করে ১০৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 44 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Design & Developed By : amdads.website