Voice of SYLHET | logo

১৭ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ | ৩১শে মে, ২০২০ ইং

শাবির করোনা ল্যাব চালু হচ্ছে রবিবার থেকে

প্রকাশিত : মে ১৫, ২০২০, ১৫:২৬

শাবির করোনা ল্যাব চালু হচ্ছে রবিবার থেকে

নিজস্ব প্রতিবেদক:-

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাসে নমুনা পরীক্ষার জন্য বিশেষায়িত ল্যাব চালু হচ্ছে আগামী রবিবার (১৮ মে)। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এই ল্যাবটি কয়েকদিন আগে চালু হওয়ার কথা থাকলেও, টেকনিক্যাল ও মেশিনারিজ স্থাপনের কারণে সেটা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে পিসিআর মেশিনটি পৌঁছে গেছে এবং সেটি বসানোর কাজ চলছে। আশাকরি আগামী রবিবার (১৮ মে) থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে।

প্রথমে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করা গেলেও কয়েকদিন পরে এই ল্যাবে প্রায় দুইশ’ পরীক্ষা করা সম্ভব হবে।

এখন সিলেট বিভাগের জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে এতে পরীক্ষার ফল পেতে অনেকটা সময় পার হয়ে যায়। তাই নমুনা জট কমাতে কিছুদিন পরপর ঢাকায় নমুনা পাঠানো হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ল্যাবচালু হলে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 38 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

Design & Developed By : amdads.website